আন্তর্জাতিক নারী নির্যাতন ও প্রতিরোধ পক্ষ-২০২০ র্্যালি, আলোচনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত
চুয়াডাঙ্গা প্রতিনিধি (আহসান কবির বাদশা)
“কমলা রঙের বিশ্বে নারী,বাধার পথ দেব পাড়ি”
এই স্লোগান কে সামনে নিয়ে লোকমর্চা, ওয়েব ফাউন্ডেশন ও উদীচী শিল্পগোষ্ঠী সংসদ চুয়াডাঙ্গা শাখার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীর চত্বরে বিকাল তিনটায় র্্যালী শেষে আলোচনা অনুষ্ঠান, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটকের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২০ পালিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডভোকেট আলমগীর হোসেন,(সভাপতি জর্জ কোর্ট, চুয়াডাঙ্গাও লোকমর্চা চুয়াডাঙ্গা শাখা)। প্রধান অতিথি ছিলেন মনিরা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা। বিশেষ অতিথি জহির রায়হান, (সাধারণ সম্পাদক উদীচী শিল্পগোষ্ঠী সংসদ)। মোঃ আলাউদ্দিন (আহ্বায়ক সম্মিলিত সাংস্কৃতিক জোট)। অধ্যক্ষ লুৎফুর রহমান (সাধারণ সম্পাদক প্রবীণ হিতৈষী সংঘ)। প্রভাষক হেলেনা পারভীন পৌর কলেজ, দিলরুবা খুকু, সহকারী শিক্ষক,জীল্লুর রহমান যুদ্ধ, ওয়েব ফাউন্ডেশন,
আলোচনা করেন শাহা আলম সনি সাংবাদিক, প্রথম আলো ও সাধারণ সম্পাদক, লোকমর্চা। আব্দুস সালাম সৈকত (সাধারণ সম্পাদক অরিন্দম), কামরুজ্জামান জামান যুদ্ধ,ওয়েব ফাউন্ডেশন। হিটু বাউল, সাধারণ সম্পাদক, শহর বাউল ।
আবৃত্তি করেনঃ কানিজ সুলতানা, আব্দুস সালাম, হোসনে আরা হাসি,হাবিব আল হামজা, ইলমা মৈত্রী, জুবায়ের হাসান।
গান পরিবেশন করেনঃ শাওন কুমার রায়,সাইমা নিগার,পূর্ণিমা দাস,প্রশান্ত, দিলরুবা খুকু,এডভোকেট আলমগীর, অর্জুন দাস
বাদ্যযন্ত্রে ছিলেন সিরাম, আরিফুজ্জামান,
সবশেষে নাটকঃ হল্লাবল। নির্দেশনায় আদিল হোসেন কোষাধ্যক্ষ উদীচী শিল্পগোষ্ঠী সংসদ, চুয়াডাঙ্গা। অভিনয়ে ছিলেনঃ আঃছাত্তার,আঃহান্নান, সাইফুল ইসলাম,বিপ্লব,সম্পা,মৌ, ইউনুস, সেলিম, জুবায়ের,শেখ ফরিদ, শাওন প্রমুখ সহ নির্দেশনা বাদশা ও মাসুদ আরিফ মানু। সার্বিক অনুষ্ঠানে উপস্থাপনা করেন নাহিদ ফাতেমা তামান্না।