এখন পর্যন্ত এ খবরটি সর্বমোট দেখা হয়েছে 542

মাননীয় প্রধানমন্ত্রী গনতন্ত্রের মানসকন্যা আপনি*’বসুন্ধরা’ কে
নির্দেশ দেন ডাক্তার ও নার্সদের জন্য ১০ লাখ সেট ppe দিতে
*’বেক্সিমকো’ কে নির্দেশ দেন ১ কোটি মাস্ক দিতে
*’স্কয়ার’ কে নির্দেশ দেন ৫০ লাখ হ্যান্ড স্যানিটাইজার দিতে
*’ইউনিলিভার’ কে নির্দেশ দেন ৫০ লাখ হ্যান্ড ওয়াশ দিতে
*’এস আলম’ কে নির্দেশ দেন ৫ লাখ টেস্টিং কিট এনে দিতে
*’মুসা বিন শমসের’ কে নির্দেশ দেন ফান্ডে ১০ কোটি ডলার দিতে
*’প্রাণ গ্রুপ’ কে নির্দেশ দেন ২০ লাখ দরিদ্র পরিবারের ৩ মাসের চাল এর দায়িত্ব নিতে
*’পারটেক্স গ্রুপ’ কে নির্দেশ দেন ২০ হাজার হসপিটাল বেড দিতে
*বিজিএমইএ’ কে বলুন গার্মেন্টস কর্মীদের ৩ মাসের অগ্রিম বেতন দিয়ে দিতে
*বেসরকারি ব্যাংকগুলোকে বলুন কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীকে সহজ শর্তে ঋণ দিতে
*গ্রামীনফোন, রবি, বাংলালিংক, টেলিটক কে বলুন আগামী ৩ মাসের জন্য কলরেট ১০ পয়সা/মিনিট করে দিতে।
বিঃ দ্রঃ গ্রামীণফোনের কাছে যা বকেয়া আছে সব নিয়ে নিতে হবে।
* ৩৫০ এমপির থেকে ৩৫০ কোটি দিতে বলবেন।
*বিরোধী দলকে ২০০ কোটি আবদার করবেন।
*সকল পৌর চেয়ারম্যানকে ১০/১৫ লক্ষ দিতে বলবেন।
*ড. মুহাম্মদ ইউনুস কে ৩০ কোটি নগদ।
*বিদেশিরা ৫০০ কোটি দিবে ওয়াদা করেছে।
*সকল চাকুরী জিবীদেরকে এক মাসের বেতন দিতে বলবেন।
*আম জনতা দিবে ২০,০০০ কোটি।
মানুষ বাঁচলে ব্যবসা পরেও করা যাবে। মানুষ না থাকলে এরা কনজিউমার কোথায় পাবে? সুতরাং তাদের নিজেদের এবং জাতির স্বার্থে এসব দায়িত্ব নিতেই হবে।
জাতির এ ক্রান্তিলগ্নে এরা যদি আপনার ডাকে সাড়া না দেয় তাহলে এদের ব্যবসা-বানিজ্য ‘লকডাউন’ করে দিন।
একই সাথে সকল সরকারি কর্মচারীর আসন্ন নববর্ষ ভাতা কেটে করোনা ভাইরাস প্রতিরোধ ফান্ডে রাখুন।
সর্বোপরি, দল-মত, পক্ষ-বিপক্ষ নির্বিশেষে সকলকে সাথে নিয়ে আসন্ন মহাদুর্যোগ মোকাবিলায় সমস্ত শক্তি নিয়ে শক্ত হাতে জাতিকে নেতৃত্ব দিন। সমগ্র জাতি আপনার সাথে থাকবে।
-ইনশাআল্লাহ আমরা সফল হবো
মতামত জানান