দেশের ভবিষ্যৎ গড়বে আদর্শ ও নৈতিকতাসম্পন্ন ছাত্রসমাজ — এডভোকেট মাসুদ পারভেজ রাসেল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা ও সদর উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য ছাত্র সমাবেশ গতকাল চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারি এডভোকেট মাসুদ পারভেজ রাসেল। সমাবেশের প্রধান আলোচক ছিলেন ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা সভাপতি মোঃ সাগর আহমেদ।প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, “বাংলাদেশের ছাত্রসমাজ আজ এক নৈতিক সংকটে রয়েছে। ইসলামী ছাত্রশিবির সেই সংকটমুক্ত একটি শিক্ষিত, সৎ ও চরিত্রবান প্রজন্ম গঠনের আন্দোলন। সংগঠনের প্রতিটি সদস্য কেবল নিজের উন্নতির জন্য নয়, বরং সমাজে ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। ইসলামী শিক্ষা, শৃঙ্খলা ও নেতৃত্বগুণের সমন্বয়ে তোমরাই হবে আগামী দিনের দেশনেতা।”প্রধান আলোচক মোঃ সাগর আহমেদ বলেন,“বর্তমান শিক্ষাব্যবস্থা মানুষের চরিত্র গঠনের চেয়ে চাকরিমুখী শিক্ষার দিকে বেশি মনোযোগী। কিন্তু ইসলামী ছাত্রশিবির এমন এক ছাত্রসমাজ গঠনে কাজ করছে, যারা জ্ঞান, চরিত্র ও ত্যাগের সমন্বয়ে আদর্শ মানুষ হিসেবে জাতির নেতৃত্ব দেবে।”সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক মোঃ দারুস সালাম, জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম, সাবেক জেলা সভাপতি মোঃ হুমায়ুন কবির শান্ত ও মোঃ আরিফুল ইসলাম, জেলা অফিস সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ, অর্থ সম্পাদক মোঃ বায়েজিদ বোস্তামী, পৌর সভাপতি মোঃ রাব্বি হাসান, সরকারি কলেজ সভাপতি মোঃ পারভেজ আলম, সদর উপজেলা সভাপতি মোঃ নাসিম উদ্দিন বিশ্বাস, বদরগঞ্জ কামিল মাদরাসা সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা বলেন, সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য শিক্ষিত, নৈতিক ও আদর্শবান যুব সমাজের বিকল্প নেই। ইসলামী ছাত্রশিবিরের কার্যক্রম দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
১০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম : :
চুয়াডাঙ্গায় ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য ছাত্র সমাবেশ অনুষ্ঠিত
জনপ্রিয়