মোঃ আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা: আলমডাঙ্গায় একটি ব্রেক ফেল করা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক বাইসাইকেল ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুর পৌনে ১টার দিকে পৌর পশুহাটের টাইগার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক আলমডাঙ্গা উপজেলার হাউসপুর গ্রামের বাসিন্দা ছিলেন,প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর ১২টা ৪৫ মিনিটে আব্দুর রাজ্জাক বাইসাইকেলে করে টাইগার মোড় দিয়ে যাচ্ছিলেন। সে সময় যশোর ট ১১-২৪৬৪ নম্বরের একটি দ্রুতগতির ট্রাক ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারায়। ট্রাকটি আব্দুর রাজ্জাককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর ট্রাকটি আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান সরকার জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছে। পুলিশ ট্রাকটি জব্দ করেছে এবং তাদের গ্রেফতারের চেষ্টা চলছ। এ ব্যাপারে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবেস্থানীয়রা জানিয়েছেন, টাইগার মোড় এলাকায় প্রায়শই দুর্ঘটনা ঘটে থাকে। তারা দ্রুত সড়কটি সংস্কার এবং ট্রাফিক ব্যবস্থা উন্নত করার দাবি জানিয়েছেন। নিহত আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে আলমডাঙ্গা বাজারে বাইসাইকেলের ব্যবসা করে আসছিলেন। তিনি হাউসপুর গ্রামের রহমান আলীর ছেলে।