০৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় শহীদ রফিকের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে সদর উপজেলার ৩ নং কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বাসিন্দা শহীদ রফিকুল ইসলাম রফিকের আত্মার মাগফেরাত কামনায় এক বিশেষ দোয়ার অনুষ্ঠান ও মাহফিলের আয়োজন করা হয়।

শুক্রবার বোয়ালিয়া গ্রামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শহীদ রফিকের আত্মার শান্তি কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক সহ সংগঠনের অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ মরহুম রফিকের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তাঁর জীবন ও ত্যাগকে অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে বলেন যে, তাঁর আদর্শকে সামনে রেখে সংগঠনের কর্মীরা এগিয়ে যাবে। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।

 

জনপ্রিয়

শহীদ রফিকুল ইসলামের ১২তম শাহাদাত বার্ষিকীতে চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের দোয়া মাহফিল ও কবর জিয়ারত

চুয়াডাঙ্গায় শহীদ রফিকের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

Update Time : ০৯:৩৮:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে সদর উপজেলার ৩ নং কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বাসিন্দা শহীদ রফিকুল ইসলাম রফিকের আত্মার মাগফেরাত কামনায় এক বিশেষ দোয়ার অনুষ্ঠান ও মাহফিলের আয়োজন করা হয়।

শুক্রবার বোয়ালিয়া গ্রামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শহীদ রফিকের আত্মার শান্তি কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক সহ সংগঠনের অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ মরহুম রফিকের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তাঁর জীবন ও ত্যাগকে অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে বলেন যে, তাঁর আদর্শকে সামনে রেখে সংগঠনের কর্মীরা এগিয়ে যাবে। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।