সাধারণ মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে উদয়ন সংঘ,বিষ্ণুপুর
আহসান কবির বাদশা
শীতার্তদের মাঝে প্রতি বছরের মতো এবারও শীতবস্ত্র বিতরণ করেছে দামুড়হুদা উপজেলা জুড়ানপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ন সংঘ। আজ ২৫/১২/২০২০ ইং শুক্রবার বিকাল চারটায় বিষ্ণুপুর ভূমি অফিস প্রাঙ্গণে উদয়ন সংঘ শীতবস্ত্র বিতরণ করেছে। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন জুড়ানপুর ইউনিয়ন আওয়ামীলীগের ১ নং সহ সভাপতি মোঃ আশরাফুল হক,আল মাহমুদ আসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ার্ড আওয়ামী লীগ। সামসুজ্জোহা ওয়ার্ড আওয়ামী লীগ নেতা, উদয়ন সংঘের সাধারণ সম্পাদক সারাফায়েত হোসেন বাবু, যুবলীগ নেতা আহসান কবির বাদশা। গোলাম মোস্তফা,সহ সম্পাদক জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ। আক্তার,রিপন, তরুণ,সুমন প্রমুখ। উদয়ন সংঘের আহ্বান জানিয়েছেন সমাজের বৃত্তবান মানুষের প্রতি যদি এভাবে সবাই এগিয়ে আসে তাহলে সমাজের শীতে কষ্ট পাওয়া মানুষের জন্য সহায়ক হবে। উদয়ন সংঘের কম্বল দিয়ে সহায়তা করেছেন বিষ্ণুপুর গ্রামের কৃতি সন্তান নাম প্রকাশ করতে অনিচ্ছুক মহান ব্যক্তির প্রতি দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উদয়ন সংঘের সকল পর্যায়ে সদস্যবৃন্দ।


















