সরকারি চাকরিতে নিয়োগের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে চুয়াডাঙ্গায় দাবি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
চুয়াডাঙ্গা প্রতিনিধি (আহসান কবির বাদশা)
বাংলাদেশ যুব ইউনিয়ন চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে সরকারি চাকরিতে নিয়োগের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে দাবি সমাবেশ অনুষ্ঠিত হয় চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে। আজ সকাল ১০ ঘটিকায় চুয়াডাঙ্গা বড় বাজার শহীদ হাসান চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা যুব ইউনিয়নের সভাপতি মাসুদ আরিফ মানু।
দাবি সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বলেন – সরকারি চাকরিতে প্রবেশের নূন্যতম বয়সসীমা ৩৫ বছর করতে হবে। শিক্ষিত বেকার ও কর্মহারা ব্যক্তিদের বেকার ভাতা প্রদান করতে হবে। অবিলম্বে সরকার কর্তৃক শিক্ষা ও কর্ম অভিজ্ঞতার ভিত্তিতে সকল চাকরিপ্রার্থীর পাবলিক জব রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করতে হবে। সকল পর্যায়ে উপযুক্ত অভিজ্ঞতা সম্পন্ন সক্ষম ব্যাক্তিদের যেকোনো বয়সে সরকারি চাকরিতে প্রবেশের বিধান চালু করতে হবে। সরকারি,বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ঘুষ দূর্ণীতি ও হয়রানিমুক্ত স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। অবিলম্বে সরকারি প্রতিষ্ঠানের সকল পর্যায়ের শুণ্যপদে নিয়োগ সম্পন্ন করতে হবে। অনলাইন ভিত্তিক আবেদন,এডমিডকার্ড, ভাইভা কার্ড, পরিক্ষা, ফলাফল ইত্যাদি প্রক্রিয়া পুরোপুরি ভাবে ডিজিটালাইজড করতে হবে। আলোচনায় অংশগ্রহণ করেন ওয়েব ফাউন্ডেশনের উপ-পরিচালক ও সাধারণ সম্পাদক উদীচি চুয়াডাঙ্গা,জনাব জহির রায়হান। আহসান কবির বাদশা সদস্য,উদীচি চুয়াডাঙ্গা। শাওন রায়,সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চুয়াডাঙ্গা শাখা। আঃসালাম সাধারণ সম্পাদক অরিন্দম, চুয়াডাঙ্গা। আঃসাত্তার,সহ সভাপতি উদীচি। ফয়সাল জোয়ার্দার ছাত্র ইউনিয়ন নেতা, জাহাঙ্গীর আলম সদস্য সিপিবি, আলাউদ্দিন ওমর যুগ্ম আহ্বায়ক চুয়াডাঙ্গা গণমঞ্চ,সাহেদ জামাল সাধারণ সম্পাদক, বাংলাদেশ যুব ইউনিয়ন, চুয়াডাঙ্গা জেলা শাখা এবং হামিদুল হক মুন্সী, সভাপতি, সাহিত্য পরিষদ চুয়াডাঙ্গা।




















