হাফিজুর রহমান : দামুড়হুদা উপজেলা প্রশাসন কতৃক আজ রবিবার ১৮ এপ্রিল বেলা ১২ থেকে বিকাল ৪টা পর্যন্ত লকডাউনের ৫ র্থ দিনে পবিত্র রমজান উপলক্ষে দামুড়হুদা উপজেলায় জুড়ানপুর ও নতিপোতা ইউনিয়নের বিষ্ণুপুর,লক্ষীপুর,ইব্রাহীমপুর,রামনগর, কলাবাড়ী,মরাগাংনী-দলকা লক্ষিপুর বিল সহ বিভিন্ন বাজার তদারকি, স্বাস্থ্যবিধি প্রতিপালন যাচাই সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন
দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ভূমি সুদীপ্ত কুমার সিংহ। দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ভূমি সুদীপ্ত কুমার সিংহ এর নেতৃত্ব পবিত্র রমজান উপলক্ষে দামুড়হুদার জুড়ানপুর ও নতিপোতা
ইউনিয়নে বিভিন্ন বাজারে তদারকি ও লকডাউনে স্বাস্থ্যবিধি প্রতিপালন যাচাই করা কালে মাস্ক পরিধান না করা এবং স্বাস্থ্য বিধি না মানার অপরাধে ৩ টি মামলায় ৮ জনকে ধারাঃ দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ আইন ১ হাজার পাঁচ শত টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। এবং এ সময় তিনি সকলকে মাস্ক পরার পাশাপাশি ভিড় এড়িয়ে দূরত্ব বজায় রেখে চলাচল করতে অনুরোধ করা করেন। অভিযানে সহযোগিতায় ছিলেন বিষ্ণুপুর পুলিশ ফাড়ির এসআই সেকেন আহমেদের নেতৃত্বে একটি চৌকস টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


















