শিমুল রেজা : দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে ১ কেজি গাঁজা সহ একজন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ দেশের যুব সমাজকে রক্ষা করতে মাদককে জিরো টলারেন্স ঘোষনা করেছেন। সেই উদ্যোগকে সাফল্য করতে ও সেই লক্ষে উদ্বুদ্ধ হয়ে মাদকের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম এর দিক নির্দেশনায়, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ মাহাব্বুর রহমান কাজল নেতৃত্বে আজ ১ ৯ এপ্রিল সোমবার দুপুর ১ টা ৫৫ মিনিটের সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার অফিসার এস আই শরিফুল ইসলাম, এ এস আই শাহীন আলম, এ এস আই ইদ্রিস আলী সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে দর্শনা পৌরসভাস্থল বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয়ের সামনে পাকা রাস্তা উপর থেকে ১ কেজি গাঁজা সহ কুড়ুল গাছি মাঝপাড়ার মোঃ আবু তালেব মন্ডল এর ছেলে মোঃ হারুন( ৩০) কে আটক করে পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী হারুন আলীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান কাজল। একের পর এক মাদক বিরোধী সফল অভিযান পরিচালনা করায় দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ অফিসার ইনচার্জ ওসি মাহাবুবুর রহমান কাজলসহ থানার সকল পুলিশ সদস্যকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী সহ সচেতন মহল।

























