দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (৩ নভেম্বর, সোমবার সন্ধ্যা পর্যন্ত) আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১,১৪৭ জন ডেঙ্গু রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
📉 চলতি বছরের পরিসংখ্যান
চলতি বছর অর্থাৎ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৭২,৮২২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মোট মৃত্যু হয়েছে ২৮৮ জনের। গত একদিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১,০৪২ জন। এ নিয়ে চলতি বছর মোট ৬৯,৪৫২ জন রোগী সুস্থ হলেন।
🚨 গত ২৪ ঘণ্টার চিত্র
মৃত্যু:
গত ২৪ ঘণ্টায় মৃত পাঁচজনের মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন, এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন।
নতুন আক্রান্ত (হাসপাতালে ভর্তি):
নতুন আক্রান্ত রোগীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ২৮৪ জন ভর্তি হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে। অন্যান্য উল্লেখযোগ্য বিভাগের মধ্যে রয়েছে:
- ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ২৬৬ জন
- ঢাকা উত্তর সিটি করপোরেশন: ১৪৬ জন
- বরিশাল বিভাগ: ১৩২ জন
⚠️ অক্টোবরে পরিস্থিতি মারাত্মক আকার
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, অক্টোবর মাসে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করে। সেপ্টেম্বরে যেখানে মোট রোগী ভর্তি হয়েছিল ১৫,৮৬৬ জন, সেখানে অক্টোবরে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২২,৫২০ জনে। অর্থাৎ, মাত্র এক মাসে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
📅 পূর্ববর্তী বছরগুলোর তথ্য
তুলনামূলক চিত্রে দেখা যায়, ডেঙ্গুর প্রকোপ প্রতি বছরই বাড়ছে:
- ২০২৪ সালে: মোট ১,০১,২১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।
- ২০২৩ সালে: মোট ৩,২১,১৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং মৃত্যু হয়েছিল রেকর্ড ১,৭০৫ জনের।
NEWS ROOM 


















