জীবননগরে একই সঙ্গে পাঁচজন নিখোঁজের ঘটনায় দুইজন গ্রেফতার
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া থেকে ২২ দিন আগে একই সঙ্গে পাঁচজন নিখোঁজের ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অপহরণ মামলার সন্দেহভাজন দুইজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে জীবননগর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে সন্দেহভাজন আজিজুল হক (৪৫), পিতা মৃত আ. গনি, এবং আমিরুল ইসলাম (৩৭), পিতা মো. মুন্নাফ — উভয়েই জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের বাসিন্দা — কে আটক করে।
থানা সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুইজন নিখোঁজের ঘটনার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। পুলিশের ধারণা, এই ঘটনা সোনা পাচারকারী একটি সিন্ডিকেটের অভ্যন্তরীণ বিরোধের সঙ্গে জড়িত।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর গোয়ালপাড়া এলাকা থেকে একই পরিবারের ও এলাকার পাঁচজন হঠাৎ নিখোঁজ হন। তাদের পরিবারের অভিযোগ, সিন্ডিকেটের পাচার করা প্রায় ৫ কেজি সোনা হারিয়ে যাওয়ার পর থেকেই তারা নিখোঁজ বা অপহৃত হয়েছেন।
এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, নিখোঁজদের উদ্ধার ও ঘটনার মূল রহস্য উদঘাটনে অভিযান অব্যাহত রয়েছে।



















