প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ৩ নভেম্বর ২০২৫, সোমবার
ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে হাতপাখা প্রতীকের এমপি পদপ্রার্থী জনাব হাসানুজ্জামান সজীব আজ সোমবার (৩ নভেম্বর ২০২৫) জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ পরিচালনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আন্দুলবাড়ীয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আশাদুর রহমান আসাদ।
গণসংযোগে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জীবননগর উপজেলা সভাপতি মাওলানা সাজেদুর রহমান, সহ-সভাপতি মাওলানা মনিরুজ্জামান, সেক্রেটারি মাওলানা লুৎফুর সরকার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জীবননগর উপজেলা সেক্রেটারি মুহাম্মাদ আবু সাঈদ সহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
গণসংযোগ চলাকালে এমপি পদপ্রার্থী জনাব হাসানুজ্জামান সজীব ইউনিয়নের বিভিন্ন বাজার, দোকানপাট ও পথচারীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি এলাকাবাসীর খোঁজখবর নেন, দোয়া চান এবং হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগ শেষে এক সাক্ষাৎকারে তিনি বলেন,
“দেশবাসী মনে করে, গণভোট ব্যতীত জুলাই সনদ আইনগতভাবে টেকসই ভিত্তি পাবে না। তাই জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে চলতি নভেম্বর মাসের মধ্যেই গণভোট সম্পন্ন করা জরুরি।”
প্রেস বিজ্ঞপ্তি
আশিকুল আলম সজীব
প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ, চুয়াডাঙ্গা জেলা শাখা



















