জয়পুরহাটে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে বিএনপি নেতা চন্দন
Update Time :
০২:৩২:১৬ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
31
জয়পুরহাটে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে বিএনপি নেতা চন্দন
জয়পুরহাট, ২ নভেম্বর, ২০২৫ (বাসস) : জয়পুরহাটে অসময়ের বৃষ্টিতে আগাম আলু ও আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এসব ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন। আজ রোববার সকালে তিনি আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের মাতাপুর ও আয়ালগাড়ী এলাকার ক্ষতিগ্রস্থ কৃষকদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেন, হঠাৎ নিম্নচাপের কারণে অসময়ের বৃষ্টিতে উপজেলার অনেক কৃষক মারাত্মক ক্ষতিগস্ত হয়েছে। এই এলাকায় আগাম আলু চাষ হয়। অনেকের আলু বীজ নষ্ট হয়ে গেছে। পাশাপাশি এই এলাকার আমন ধান পানিতে তলিয়ে যাওয়ায় চাষিরাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি কৃষকদের দুর্দশা দেখার পর এই অবস্থা নিয়ে আক্কেলপুর...
জয়পুরহাট, ২ নভেম্বর, ২০২৫ (বাসস) : জয়পুরহাটে অসময়ের বৃষ্টিতে আগাম আলু ও আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এসব ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন। আজ রোববার সকালে তিনি আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের মাতাপুর ও আয়ালগাড়ী এলাকার ক্ষতিগ্রস্থ কৃষকদের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেন, হঠাৎ নিম্নচাপের কারণে অসময়ের বৃষ্টিতে উপজেলার অনেক কৃষক মারাত্মক ক্ষতিগস্ত হয়েছে। এই এলাকায় আগাম আলু চাষ হয়। অনেকের আলু বীজ নষ্ট হয়ে গেছে। পাশাপাশি এই এলাকার আমন ধান পানিতে তলিয়ে যাওয়ায় চাষিরাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি কৃষকদের দুর্দশা দেখার পর এই অবস্থা নিয়ে আক্কেলপুর উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলার আশ্বাস দেন। যেন সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ায়। কৃষকদের বিষয়টি গুরুত্ব সহকারে দেখে যেন দ্রুত প্রণোদনার ব্যবস্থা করা হয়।