এখন পর্যন্ত এ খবরটি সর্বমোট দেখা হয়েছে 1,172
কবিতা:-শান্তনা
রফিকুল ইসলাম
সত্যি করে বলছি নানা
নেব তোমায় খোজ,
রাত পোহালেই সাতসকালে
করবো দেখা রোজ।
বাঁচবে তুমি মোদের মাঝে
অনেক বছর ধরে
মোদের ছেড়ে তাড়াতাড়ি
যাবে কেন মরে।?
নানা তুমি এই জনমে
বাঁচো অনেক দিন,
আর না যেন দেখি তোমার
মুখটা অমলিন।
সকাল সাঝে ডাকবে যখন
পাবে আমায় পাশে
আদর শাসন করবে তুমি
বলবে ভালবেসে।
দোয়া করি নানা তোমার
কপালটি হোক ভাল
অকারনে মুখটি কেন
করছো তুমি কাল?।
মতামত জানান