এখন পর্যন্ত এ খবরটি সর্বমোট দেখা হয়েছে 411

কবিতা: করোনা
রফিকুল ইসলাম
বাংলাদেশের মানুষ মোরা
নেইতো মোদের ধারনা,
বিশ্বটাকে কেমন করে
খাচ্ছে চুষে করোনা।
***************
শুনছি সবই দেখছি কত
শত মানব লাশ,
তবু মোরা রাস্তা ঘাটে
করতেছি উল্লাস।
*****************
জরিমানা দিচ্ছি আবার
খাচ্ছি লাঠির ঘাঁ,
এত কিছুর পরেও
মোরা রাস্তা ছাড়ছিনা।
****************
সতর্কতা করছে সদা
প্রশাসনের লোক,
প্রতি দিনই মরছে মানুষ
নেই যে তবু শোক।
****************
আড্ডা ছাড়া হয়না হজম
মোদের পেটের ভাত,
ভাল কথা শুনতে নারাজ
আমরা বাঙালি জাত।
******************
এই করোনার প্রলয় থেকে
বাঁচতে যদি চাই,
রাস্তা ঘাটে না বেরিয়ে
ঘরে নিব ঠাই।
*****************
নিয়ম কানুন মানবো মোরা
থাকবো পরিষ্কার
সাবান দিয়ে হাতটি মোরা
ধু-বো বারংবার।
মতামত জানান