এখন পর্যন্ত এ খবরটি সর্বমোট দেখা হয়েছে 826

তৌসিফ মান্নান। রাঙ্গামাটি প্রতিনিধি:
করোনা সংক্রমনের কারনে সারাদেশই অঘোষিত লক ডাউন হয়ে আছে। এরই মাঝে গৃহ বন্দি লোকজনদের খাবার পৌঁছে দেয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। দেশের সকল জেলা-উপজেলার প্রশাসনিক কর্মকর্তাগণ সরকারি ত্রান সহায়তা পৌঁছে দিতে সমানে পরিশ্রম করে চলেছে। রাঙামাটির দুর্গম উপজেলাগুলোতেও বসে নেই উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ। সাধারন লোকজনের পাশাপাশি সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধীদের কাছে গিয়েই খাবার পৌঁছে দেয়া হচ্ছে। বরকল উপজেলা নির্বাহী অফিসার এস এম মনজুরুল হক তাঁর কর্মচারীদের নিয়ে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন খাবার। তবে এসব সহায়তা পৌঁছে দিতে দুর্গম পাহাড়ি পথ হেঁটে কিংবা নৌকায় চড়ে আবার পাহাড় বেয়ে যেতে হচ্ছে। উপজেলার ভূষণছড়া ইউনিয়নের উজ্জংছড়ি, আইমাছড়া ইউনিয়নের শাকরাছড়ি, বরকল সদর ইউনিয়নের মরংছড়ি এলাকার খেটে-খাওয়া অসহায় পরিবারের মাঝে সরকারের ত্রাণ সহায়তা পৌঁছে দেন। একই সাথে উপজেলার প্রতিবন্ধীদের বাসায় গিয়ে খাবার পৌঁছে দেন এবং তাদের খোঁজ খবর নেন। বরকল উপজেলা নির্বাহী অফিসার এস এম মনজুরুল হক জানান, অসচ্ছল ও খেটে খাওয়া মানুষের পাশাপাশি উপজেলার প্রতিবন্ধীদের মাঝেও খাবার পৌঁছে দিচ্ছি। এছাড়াও তাদের নিয়মিত খবরাখবরও রাখার চেষ্টা করছি।
মতামত জানান