এখন পর্যন্ত এ খবরটি সর্বমোট দেখা হয়েছে 493
দামুড়হুদা ব্যুরো : মানুষ মানুষের জন্য এই শ্লোগানকে সামনে রেখে দামুড়হুদায় করোনা ভাইরাসের কারণে কাজ আয়-রোজগারের পথ বন্ধ হওয়া ভ্যানচালক, চা দোকানি, দিনমজুরসহ বিভিন্ন শ্রেণিপেশার স্বল্প আয়ের মানুষের মাঝে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেলে দামুড়হুদা মডেল থানা চত্তরে অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে করোনায় কাজ হারানো ক্ষতিগ্রস্থ অর্ধশতাধিক দরিদ্র নারী-পুরুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। মাথাপিছু ৩ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, সোয়াবিন তেল ১ লিটার, হাফ কেজি লবন, পেয়াজ ২৫০ গ্রাম, ১০০ গ্রাম গুড়া হলুদ এবং ১০০ গ্রাম কাঁচা মরিচ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সাের্কল) আবু রাসেল, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক, ওসি (তদন্ত) কেএম জাহাঙ্গীর কবীর, সেকেন্ড অফিসার এসআই জিয়া উদ্দীন, এসআই তপন কুমার নন্দী প্রমূখ। # #
মতামত জানান