এখন পর্যন্ত এ খবরটি সর্বমোট দেখা হয়েছে 130
পদ্মাসেতুতে বৃহস্পতিবার (২০ এপ্রিল) ভোর ৬টা থেকে শুক্রবার (২১ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত মাওয়া প্রান্ত থেকে সেতু পার হয়েছে ৮ হাজার ৮৭৩টি মোটরসাইকেল। আর সেতুর জাজিরা প্রান্ত থেকে ঢাকায় ঢুকেছে ৩ হাজার ১৬৯টি মোটরসাইকেল।
সেতু বিভাগের অতিরিক্ত প্রকৌশলী আমিরুল ইসলাম শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করে জানান, সেতুতে মোটরসাইকেল উন্মুক্ত করে দেওয়ার পর মোট ১২ হাজার ৪২টি মোটরসাইকেল পারাপার করেছে। এতে টোল আদায় হয়েছে ১২ লাখ ৪ হাজার ২০০ টাকা।
আমিরুল ইসলাম জানান, বৃহস্পতিবারর রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতু পার হয়েছে ৩৪ হাজার ২৬৮টি যানবাহন। যা থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ৭৩ লাখ ৪৮ হাজার ৪০০ টাকা।
গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতু উদ্বোধনের পরদিন ২৬ জুন যান চলাচলের জন্য সেতু উন্মুক্ত করে দেওয়া হয়। ওইদিন রাতেই মোটরসাইকেল দুর্ঘটনায় দুজনের মৃত্যু হলে ও সেতুতে বিশৃঙ্খলা হলে ২৭ জুন ভোর থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়
মতামত জানান