এখন পর্যন্ত এ খবরটি সর্বমোট দেখা হয়েছে 134 

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী জেলা শহর মাইজদীতে চাঞ্চল্যকর অদিতা হত্যাকান্ডের ঘটনার ৭ মাস পর অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। গেলো বছরের ২২ সেপ্টেম্বর বিকেলে জেলা শহরের পূর্ব লক্ষ্মীনারায়নপুর এলাকায় নিজ বাসায় নির্মমভাবে খুন হন নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী তাসনিয়া হোসেন অদিতা (১৪)। হত্যা মামলায় তার গৃহশিক্ষক আবদুর রহিম রনির বিরুদ্ধে আদালতে ৭ মাস পর অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা সুধারাম মডেল থানার এস আই স্পেসল্যাব চৌধুরী প্রমোজ জেলার মুখ্য বিচারিক আদালতের জিআরও অফিসে এ অভিযোগপত্র জমা দেন।
জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, মামলার তদন্তে ৩১ জন স্বাক্ষীর স্বাক্ষ, আসামির ডিএনএ পরীক্ষার প্রতিবেদন, হত্যায় ব্যবহৃত ছোরা, ভিকটিম ও আসামির জামা কাপড়সহ অন্যন্য আলামত জমা দেওয়া হয় বলে জানান তিনি। চাঞ্চল্যকর এ মামলার অভিযোগপত্রে স্কুলছাত্রী অদিতার সাবেক গৃহশিক্ষক আবদুর রহিম রনি তাকে একা ঘরে ধর্ষণের চষ্টা করে ব্যর্থ হয়ে বালিশ চাপা দিয়ে এবং গলা কেটে হত্যা করে বলে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত: ২০২২ সালের ২২ সেপ্টেম্বর বিকেলে নোয়াখালী জেলা শহরের পূর্ব লক্ষ্মীনারায়নপুর এলাকায় নিজ বাসা থেকে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী তাসনিয়া হোসেন অদিতার (১৪) রক্তাক্ত নিথর দেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় নিহতের মা রাজিয়া সুলতানা রুবি বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। পরদিন এ ঘটনায় অদিতার সাবেক গৃহশিক্ষক আবদুর রহিম রনিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে অপরাধ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় রনি।

মতামত জানান

Your email address will not be published.

RSS Bangla Tribune

  • র‌্যাবের হেফাজতে জেসমিনের মৃত্যু: নওগাঁয় মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি May 31, 2023
    র‌্যাব হেফাজতে সুলতানা জেসমিনের (৪০) মৃত্যুর পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে মন্ত্রিপরিষদ বিভাগের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি ঘটনাস্থল নওগাঁয় বিভিন্ন স্থান পরিদর্শন করেছে। তিন দিনের এই তদন্তের শেষ দিন বুধবার (৩১ মে) বেলা ১২টা পর্যন্ত তদন্ত দলের সদস্যরা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল, রাজপাড়া থানা, নওগাঁ সদর জেনারেল হাসপাতাল, সদর থানাসহ গুরুত্বপূর্ণ স্থানগুলো পুনরায় পরিদর্শন করেন। চলতি বছর... বিস্তারিত
  • খোঁচা দিলেন মেহজাবীন, নাকি সতর্কবার্তা! May 31, 2023
    ‘এক্সপোজ’ ইস্যুতে সোশ্যাল মিডিয়া সরগরম। ছোঁয়াচে অসুখের মতো এর আঁচ লেগেছে শোবিজেও। অভিনেতা শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ২৯ মে মধ্যরাতে ফাঁস হয়েছে বেশ কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও। যেগুলোতে তার সঙ্গে দেখা গেছে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষিকে। ভিডিওগুলোতে তাদেরকে ‘অস্বাভাবিক’ অবস্থায় দেখা গেছে। এ নিয়ে গত দুদিন ধরে […]
  • আমেরিকা থেকে তিশা: দেশে এসেই আইনি ব্যবস্থা নেবো May 31, 2023
    প্রসঙ্গ- অভিনেতা শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ব্যক্তিগত মুহূর্তের কয়েকটি ছবি ও ভিডিও ফাঁস। সেসব ছবি-ভিডিওতে দেখা গেছে সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষি। তবে বাড়তি করে এ ঘটনায় জড়িয়েছে আরেকজনের নাম, তিনি পরীমণি; রাজের স্ত্রী। অনাকাঙ্ক্ষিত ঘটনাটি নিয়ে বিবৃতি দিয়েছেন সুনেরাহ বিনতে কামাল ও শরিফুল রাজ। এর মধ্যে সুনেরাহর অভিযোগের নিশানা পরীর […]
  • কুমার বিশ্বজিৎ ও চঞ্চল চৌধুরী: জন্ম, কর্ম আর বেদনায় অন্তমিল! May 31, 2023
    একজন গানের আকাশে ধ্রুবতারা, অন্যজন অভিনয়ে এ প্রজন্মের সম্রাট। আবার দুজনকেই গানের ফ্রেমে বন্দী করা যায়। কারণ অভিনেতার গলায়ও ছোটবেলা থেকে বাসা বেঁধে আছে সুর। আবার দুজনেই পৃথিবীর আলো দেখেছেন একই তারিখে- ১ জুন।  বলা হচ্ছে, সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ ও অভিনেতা চঞ্চল চৌধুরীর কথা। আজ বৃহস্পতিবার (১ জুন) তাদের জন্মদিন। ১৯৬৩ সালের এই দিনে চট্টগ্রামের […]
  • বিএনপি নেতা খায়রুল কবিরের বাসভবনে আগুন, পদবঞ্চিত নেতার দায় স্বীকার May 31, 2023
    নরসিংদীতে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বাসভবন ও জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। তবে ঘটনার সময় খায়রুল কবিরের বাসভবনে কেউ ছিল না।  বুধবার (৩১ মে) বিকাল সোয়া ৫টার দিকে সদর উপজেলার চিনিশপুরে ওই নেতার বাসভবনে আগুন দেওয়া হয়। এদিকে, […]
মাত্র পাওয়া: