এখন পর্যন্ত এ খবরটি সর্বমোট দেখা হয়েছে 136
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে উপজেলার সকল ঈদগাঁহ কমিটির সভাপতি সাধারণ সম্পাদকদের নিয়ে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপনের লক্ষ্যে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সজল কুমার দাস, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হেলেনা আক্তার নিপা,
সমাজসেবা অফিসার তোফাজ্জল হক, সমবায় অফিসার হারুন অর রসিদ, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী, হাউলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন, দামুড়হুদা মডেল থানার ওসি অপারেশন শফিউল আলম, দামুড়হুদা মডেল মসজিদের পেশ ঈমাম মামুনুর রশীদ, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ, উপজেলার সকল ঈদগাঁহ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।
মতামত জানান