এখন পর্যন্ত এ খবরটি সর্বমোট দেখা হয়েছে 1,355 

 

 

ডেস্ক: জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকীতে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

 

আজ রবিবার (১৫ আগস্ট) সকাল ৬টায় ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর।

এরপর বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু ভবনের ভেতরে যান। সেখানে বেশ কিছুক্ষণ অবস্থান করেন। পরে প্রধানমন্ত্রী বনানী কবরস্থানে ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধুর পরিবারের অন্যান্য সদস্যদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

পরে আওয়ামী লীগ, আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।


মতামত জানান

Your email address will not be published.

RSS Bangla Tribune

  • বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও টেলিটকের মধ্যে চুক্তি সই May 31, 2023
    বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। মঙ্গলবার (৩০ মে) ছিল এ আয়োজন। এই চুক্তির আওতায় টেলিটকের ‍সিস্টেম ব্যবহার করে পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকদের পোস্ট পেইড বিদ্যুৎ বিল আদায় করা হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানে টেলিটকের মহাব্যবস্থাপক (মার্কেটিং অ্যান্ড ভ্যাস) তাহমিনা খাতুন এবং বাংলাদেশ পল্লী […]
  • মার্কিন বিমানের কাছে ‘বিপজ্জনক আচরণ’ চীনা বিমানের (ভিডিও) May 31, 2023
    দক্ষিণ চীন সাগরের মাঝ আকাশে যুক্তরাষ্ট্রের একটি নজরদারি বিমানের কাছকাছি এসে যুদ্ধকৌশল প্রদর্শন করেছে বেইজিংয়ের একটি সামরিক বিমান। এ ঘটনায় তুমুল সমালোচনার জন্ম দিয়েছে। এ বিষয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে জানা গেছে, মঙ্গলবার (৩১ মে) ওই ঘটনার সময় ভিডিও ধারণ করা হয়। ইতোমধ্যে তা প্রকাশ করেছে বাইডেন প্রশাসন। এতে দেখা যায়, চীনের জে-সিক্সটিন মডেলের […]
  • মনোনয়ন পাওয়ার পরও দলের অনেকের সহযোগিতা পাইনি: খোকন সেরনিয়াবাত May 31, 2023
    সিটি করপোরেশন নির্বাচনে দলের মনোনয়ন পাওয়ার পরও বরিশাল আওয়ামী লীগের অনেকের সহযোগিতা পাননি বলে অভিযোগ করেছেন মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। তিনি বলেন, ‘মনোনয়ন পাওয়ার পরও দলের অনেকের সহযোগিতা পাইনি। কিন্তু পেয়েছি নগরবাসীর ভালোবাসা। তারা আমাকে ভালো মানুষ হিসেবে গ্রহণ করেছে। যেখানে যাচ্ছি সেখানেই অফুরন্ত সাড়া পাচ্ছি। আমি তাদের সাড়াতে অভিভূত।’ মঙ্গলবার (৩০ […]
  • যুক্তরাষ্ট্র থেকে ফরেন রিজার্ভ সরিয়ে নিতে হাইকোর্টে রিট May 31, 2023
    বাংলাদেশের ফরেন রিজার্ভ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে নিরাপদ দেশগুলোয় স্থানান্তরের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বুধবার (৩১ মে) রিট আবেদনকারী অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৩০ মে জনস্বার্থে বাদী হয়ে তিনি এই রিট করেছেন। রিটে অর্থ সচিব, পররাষ্ট্র সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে বিবাদী […]
  • মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরে ধাক্কা, নিহত ৩  May 31, 2023
    পঞ্চগড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের সঙ্গে ধাক্কায় তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার (৩১ মে) ভোরে দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের কালুরহাট কাটনহারি এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  নিহত ব্যক্তিরা হলেন- বোদা পৌরসভার তিতোপাড়া গ্রামের আলমাস আলীর ছেলে তৌহিদুল ইসলাম (৩৫), রজব আলীর ছেলে আমীন শেখ (৪৮) এবং মোজাম্মেল হকের […]
মাত্র পাওয়া: