০২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কার্পাসডাঙ্গা কানাইডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে মারধর ও হাসুয়ার কোপ:আহত -৩ :থানায় লিখিত অভিযোগ

  • Update Time : ০৮:৩০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১
  • ৪৭ Time View

 

ষ্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে বালিধারা দিয়ে মারধর ও হাসুয়ার কোপ দিয়ে ৩ জন কে জখম করার অভিযোগ উঠেছে।জানা গেছে কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের রহমানের ছেলে এরশাদের সাথে তার আপন সহোদর মজিবার রহমানের জমিজমা সংক্রান্ত বিবাদ চলে আসছে।গতকাল শক্রুবার দুপুর ১ টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে এরশাদ,তার স্ত্রী ও দুই ছেলে মিজানুর,নাজমুল মিলে মজিবার ও তার পরিবারের লোকজনের উপর তাদের বাড়ি গিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় বালিধারা দিয়ে মজিবারের হাতে মেরে হাত জখম করে দেয়। সেই সাথে হাসুয়া দিয়ে কোপ মেরে ফাতেমা ও তার কন্যা সাবিনার হাত কেটে জখম করে।জখম ফাতেমাকে দ্রুত উদ্ধার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হলে তার হাতে ১০ টি সেলাই পড়ে।ও সাবিনাকে স্থানীয় ডাক্তারের কাছে নিলে তার হাতেও তিনটা সেলাই পড়ে।এ ঘটনায় মজিবারের ছেলে আলো বাদী হয়ে  দামুড়হুদা মডেল থানায় অভিযুক্তদের বিরুদ্ধে  একটি লিখিত অভিযোগ করেছেন।আলো জানান একই গ্রামের শ্রী রবি হালদারের ছেলে দেবেশের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে তারা এ হামলা চালিয়েছে।তারা ক্ষমতাশালী ও সম্পদ শালী হওয়ায় তাদের বিরুদ্ধে টু শব্দ করলেই তারা হামলা চালায় ও হুমকি ধামকি দেয়।সে আরো জানায় থানায় অভিযোগ করায় দেবেষ তাদের দেখে নেবার হুমকি দিচ্ছে। এ বিষয়ে জানতে এরশাদদের বাড়ি গেলে তাদের বাড়ি তালাবদ্ধ দেখা যায় ও কাউকে বাড়ি পাওয়া যায়নি।

Tag :
জনপ্রিয়

দামুড়হুদা ও জীবননগর উপজেলা নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কার্পাসডাঙ্গা কানাইডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে মারধর ও হাসুয়ার কোপ:আহত -৩ :থানায় লিখিত অভিযোগ

Update Time : ০৮:৩০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১

 

ষ্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে বালিধারা দিয়ে মারধর ও হাসুয়ার কোপ দিয়ে ৩ জন কে জখম করার অভিযোগ উঠেছে।জানা গেছে কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের রহমানের ছেলে এরশাদের সাথে তার আপন সহোদর মজিবার রহমানের জমিজমা সংক্রান্ত বিবাদ চলে আসছে।গতকাল শক্রুবার দুপুর ১ টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে এরশাদ,তার স্ত্রী ও দুই ছেলে মিজানুর,নাজমুল মিলে মজিবার ও তার পরিবারের লোকজনের উপর তাদের বাড়ি গিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় বালিধারা দিয়ে মজিবারের হাতে মেরে হাত জখম করে দেয়। সেই সাথে হাসুয়া দিয়ে কোপ মেরে ফাতেমা ও তার কন্যা সাবিনার হাত কেটে জখম করে।জখম ফাতেমাকে দ্রুত উদ্ধার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হলে তার হাতে ১০ টি সেলাই পড়ে।ও সাবিনাকে স্থানীয় ডাক্তারের কাছে নিলে তার হাতেও তিনটা সেলাই পড়ে।এ ঘটনায় মজিবারের ছেলে আলো বাদী হয়ে  দামুড়হুদা মডেল থানায় অভিযুক্তদের বিরুদ্ধে  একটি লিখিত অভিযোগ করেছেন।আলো জানান একই গ্রামের শ্রী রবি হালদারের ছেলে দেবেশের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে তারা এ হামলা চালিয়েছে।তারা ক্ষমতাশালী ও সম্পদ শালী হওয়ায় তাদের বিরুদ্ধে টু শব্দ করলেই তারা হামলা চালায় ও হুমকি ধামকি দেয়।সে আরো জানায় থানায় অভিযোগ করায় দেবেষ তাদের দেখে নেবার হুমকি দিচ্ছে। এ বিষয়ে জানতে এরশাদদের বাড়ি গেলে তাদের বাড়ি তালাবদ্ধ দেখা যায় ও কাউকে বাড়ি পাওয়া যায়নি।