১২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গার বাদেমাজু মসজিদের কাছে পুলিশের মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে এসআই- কনস্টেবলসহ ৪ জন আহত

  • Update Time : ০৮:৪০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
  • ৪৪ Time View

 

আলমডাঙ্গা অফিসঃ আলমডাঙ্গার উপজেলার বাদেমাজু গ্রামের প্রধান সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  আই আই মোমরেজ ও দুই সেপাহীসহ মোট ৪ জন মারাত্মক জখম হয়েছে। জানা গেছে ২৭ এপ্রিল মঙ্গলবার ৯টার দিকে  জামজামি ক‍্যাম্পের পুলিশের এস আই মোমরেজ, সেপাই তরিকুল ও শাহীন মোটরসাইকের যোগে আলমডাঙ্গা থানায় জরুরী কাজে আসার পথের মধ্যে বাদেমাজু গ্রামের দক্ষিণপাড়া মসজিদের নিকটবর্তী সড়কের উপর পোয়াল শোকাতে দেওয়াই ওই পোয়ালের উপর দিয়ে যাওয়ার সময়  পুলিশের মোটরসাইকেলের সাথে আলমডাঙ্গার দিক থেকে ছুটে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাস্তার উপর ছিটকে পড়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম হয়। খবর পেয়ে আলমডাঙ্গা পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার
 করে জামজামী ক‍্যাম্পের এস আই মমরেজ, সেপাই তরিকুল ও শাহীন, অপর মোটরসাইকেল যাত্রী জামজামী গ্রামের মনিব উদ্দিনের জনির উদ্দিন জনি ও একই গ্রামের খামারপাড়ার মনোয়ার হোসেনের ছেলে জনী আলী জনিকে উদ্ধার করে ৪জনকে আনন্দধাম বাবলু ক্লিনিক ভর্তি করা হয়। অবস্থার পরিবর্তন না হলে সেপাই তরিকুল ও জনিকে অ্যাম্বুলেন্সযোগে পুলিশের সহযোগিতায় চুয়াডাঙ্গা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সেপাই তরিকুলের অবস্থা  আরো অবনতি হলে তাকে রাতেই জরুরি চিকিৎসার ঢাকায় রেফার্ড করা হয়েছে।
Tag :
জনপ্রিয়

হাটবোয়ালিয়া চুয়াডাঙ্গা সড়কে মোটরসাইকেল লাটাহাম্বার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আলমডাঙ্গার বাদেমাজু মসজিদের কাছে পুলিশের মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে এসআই- কনস্টেবলসহ ৪ জন আহত

Update Time : ০৮:৪০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১

 

আলমডাঙ্গা অফিসঃ আলমডাঙ্গার উপজেলার বাদেমাজু গ্রামের প্রধান সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  আই আই মোমরেজ ও দুই সেপাহীসহ মোট ৪ জন মারাত্মক জখম হয়েছে। জানা গেছে ২৭ এপ্রিল মঙ্গলবার ৯টার দিকে  জামজামি ক‍্যাম্পের পুলিশের এস আই মোমরেজ, সেপাই তরিকুল ও শাহীন মোটরসাইকের যোগে আলমডাঙ্গা থানায় জরুরী কাজে আসার পথের মধ্যে বাদেমাজু গ্রামের দক্ষিণপাড়া মসজিদের নিকটবর্তী সড়কের উপর পোয়াল শোকাতে দেওয়াই ওই পোয়ালের উপর দিয়ে যাওয়ার সময়  পুলিশের মোটরসাইকেলের সাথে আলমডাঙ্গার দিক থেকে ছুটে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাস্তার উপর ছিটকে পড়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম হয়। খবর পেয়ে আলমডাঙ্গা পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার
 করে জামজামী ক‍্যাম্পের এস আই মমরেজ, সেপাই তরিকুল ও শাহীন, অপর মোটরসাইকেল যাত্রী জামজামী গ্রামের মনিব উদ্দিনের জনির উদ্দিন জনি ও একই গ্রামের খামারপাড়ার মনোয়ার হোসেনের ছেলে জনী আলী জনিকে উদ্ধার করে ৪জনকে আনন্দধাম বাবলু ক্লিনিক ভর্তি করা হয়। অবস্থার পরিবর্তন না হলে সেপাই তরিকুল ও জনিকে অ্যাম্বুলেন্সযোগে পুলিশের সহযোগিতায় চুয়াডাঙ্গা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সেপাই তরিকুলের অবস্থা  আরো অবনতি হলে তাকে রাতেই জরুরি চিকিৎসার ঢাকায় রেফার্ড করা হয়েছে।