এখন পর্যন্ত এ খবরটি সর্বমোট দেখা হয়েছে 192
হাফিজুর রহমান :মেহেরপুরের গ্রামগঞ্জের বাজার ও দোকানগুলোতে মেয়াদ উত্তীর্ণ পণ্যের সমাহার। তাই এ সমস্ত দোকান থেকে কোন কিছু কেনার আগে সাবধান। অবশ্যই মেয়াদ দেখে কিনবেন। ছবিগুলো মেহেরপুরের গ্রামগঞ্জের বিভিন্ন এলাকার বাজার ও দোকান থেকে জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ পণ্যের।
আজ ২০.০৪.২০২১ তারিখে সদর উপজেলার আমঝুপি ও রঘুনাথপুর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর কর্তৃক ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়। অভিযানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ০২টি প্রতিষ্ঠানকে ৭,০০০/- টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জনাব সজল আহমেদ।
সহযোগিতায় ছিলেন মেহেরপুর জেলা মার্কেটিং অফিসার জনাব মোঃ জিবরাইল হোসেন, স্যানিটারি ইন্সপেক্টর জনাব মোঃ তারিকুল ইসলাম ও মেহেরপুর জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
মতামত জানান