এখন পর্যন্ত এ খবরটি সর্বমোট দেখা হয়েছে 832 

 

 

 

হাফিজুর রহমান:  চলচ্চিত্র অঙ্গনের অন্যতম সেরা অভিনেত্রী, ঢাকার চলচ্চিত্রের মিষ্টি মেয়ে হিসেবে পরিচিত,সাবেক সংসদ সদস্য, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা  সারাহ বেগম কবরীর মৃত্যুতে  শোকে মুহ্যমান দেশের সংস্কৃতি অঙ্গন। তার এভাবে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না তারা। আর তাইতো কবরীকে চিরবিদায় জানাতে দম বন্ধ হয়ে আসছে বিনোদন দুনিয়ার তারকাদের।চলুন জেনে নেই কোন তারকা কি বলছেন।

 

 

ওমর সানি লিখেছেন, আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন।

 

জায়েদ খান লিখেছেন , কবরী আপা নেই। ভাবতেই কেমন লাগছে।

 

অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘কবরী আপা নেই…।’

 

নির্মাতা মুশফিকুর রহমান গুলজার লিখেছেন, ‘না ফেরার দেশে চলে গেলেন প্রিয় এবং শ্রদ্ধেয় কবরী আপা (ইন্নি লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শোক জানানোর কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, আপা। আপনি এভাবে চলে যাবেন তা কল্পনাও করিনি।’

 

অভিনেত্রী সুবর্ণা মুস্তফা লিখেছেন, ‘আপনার হাসি, আপনার অভিনয়, আপনার মিষ্টিমুখ সকল বয়সের শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করেছে। রূপালি পর্দার সেরা অভিনেত্রী…। আমি কীভাবে আপনাকে বিদায় জানাবো…!দমবন্ধ লাগছে …! শান্তিতে থাকুন কবরী ফুপু।’

 

শফিক তুহিন

 

বাংলা চলচ্চিত্র ইতিহাসের অন্যতম কিংবদন্তী অভিনেত্রী মিষ্টি মেয়ে খ্যাত কবরী সারোয়ার ইহলোকের মায়া ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।এদেশ সারাজীবন আপনার ঐতিহাসিক কাজগুলো মনে রাখবে।ওপারে ভালো থাকবেন।

 

বিজরী বরকতুল্লাহ

 

বরেণ্য অভিনয় শিল্পী কবরী সারোয়ার রাত ১২টা ২০ মিনিটে এ চলে গেলেন সবাইকে ছেড়ে (ইন্না লিল্লাহে ওয়া ইন্না লিল্লাহী রাজেউন)। তার আত্নার শান্তি কামনা করি। আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

 

 

চিত্রনায়ক ওমর সানি লিখেছেন, ‘আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুন।’

 

 

অভিনেত্রী মেহের আফরোজ শাওন লিখেছেন, ‘বিদায় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি….’

 

চিত্রনায়ক শাকিব খান দীর্ঘ স্ট্যাটাসে শোক জানিয়েছেন। তিনি লেখেন, ‘চলচ্চিত্রের যারা পথপ্রদর্শক তারা একে একে চলে যাচ্ছেন। সেই পথে পাড়ি দিলেন আমাদের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী কবরী সারোয়ার আপা। তিনি আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন….’

 

বুবলী লিখেছেন, ‘ওপারে ভালো থাকবেন কবরী, ম্যাডাম। আপনার আত্মার মাগফেরাত কামনা করছি।’

 

চিত্রনায়ক সাইমন লিখেছেন, ‘কবরী, ম্যাডাম আর নেই। ১৭.৪.২০২১ তারিখ ০০:২০ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। মহান আল্লাহ যেন উনাকে জান্নাত দান করেন।’

 

নায়িকা মাহি লিখেছেন, ‘করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন আমাদের প্রিয় অভিনেত্রী মিষ্টি মেয়ে “সারহ বেগম কবরী” আপা। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’

 

বিদ্যা সিনহা মিম লিখেছেন, ‘ওপারে আপনি ভালো থাকুন। বিদায় কিংবদন্তি….!’

 

অভিনেতা, প্রযোজক ডিপজল লিখেছেন, ‘বরেণ্য চিত্রনায়িকা সারাহ বেগম কবরী আপা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) সবাই তার জন্য দোয়া করবেন।’

 

অভিনেতা অপূর্ব লিখেছেন, ‘বাংলা চলচ্চিত্রে “মিষ্টি মেয়ে” খ্যাত সারাহ বেগম কবরী করোনার সঙ্গে লড়াই করে পৃথিবী থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন……..’

 

কণ্ঠশিল্পী মনির খান লেখেন, ‘আরও একটি তারা নিভে গেল। প্রয়াত হলেন কিংবদন্তী অভিনেত্রী কবরী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! ও আল্লাহ করোনা নয় করুনা চাই কথা শোনো বান্দার!!’

 

অভিনেত্রী অহনার স্ট্যাটাস, ‘ওপারে ভালো থাকবেন। আমার সৌভাগ্য আমি আপনার মতো একজন কিংবদন্তী গুণি অভিনেত্রীর সাথে কাজ করতে পেরেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’


মতামত জানান

Your email address will not be published.

RSS Bangla Tribune

  • র‌্যাবের হেফাজতে জেসমিনের মৃত্যু: নওগাঁয় মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি May 31, 2023
    র‌্যাব হেফাজতে সুলতানা জেসমিনের (৪০) মৃত্যুর পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে মন্ত্রিপরিষদ বিভাগের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি ঘটনাস্থল নওগাঁয় বিভিন্ন স্থান পরিদর্শন করেছে। তিন দিনের এই তদন্তের শেষ দিন বুধবার (৩১ মে) বেলা ১২টা পর্যন্ত তদন্ত দলের সদস্যরা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল, রাজপাড়া থানা, নওগাঁ সদর জেনারেল হাসপাতাল, সদর থানাসহ গুরুত্বপূর্ণ স্থানগুলো পুনরায় পরিদর্শন করেন। চলতি বছর... বিস্তারিত
  • খোঁচা দিলেন মেহজাবীন, নাকি সতর্কবার্তা! May 31, 2023
    ‘এক্সপোজ’ ইস্যুতে সোশ্যাল মিডিয়া সরগরম। ছোঁয়াচে অসুখের মতো এর আঁচ লেগেছে শোবিজেও। অভিনেতা শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ২৯ মে মধ্যরাতে ফাঁস হয়েছে বেশ কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও। যেগুলোতে তার সঙ্গে দেখা গেছে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষিকে। ভিডিওগুলোতে তাদেরকে ‘অস্বাভাবিক’ অবস্থায় দেখা গেছে। এ নিয়ে গত দুদিন ধরে […]
  • আমেরিকা থেকে তিশা: দেশে এসেই আইনি ব্যবস্থা নেবো May 31, 2023
    প্রসঙ্গ- অভিনেতা শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ব্যক্তিগত মুহূর্তের কয়েকটি ছবি ও ভিডিও ফাঁস। সেসব ছবি-ভিডিওতে দেখা গেছে সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষি। তবে বাড়তি করে এ ঘটনায় জড়িয়েছে আরেকজনের নাম, তিনি পরীমণি; রাজের স্ত্রী। অনাকাঙ্ক্ষিত ঘটনাটি নিয়ে বিবৃতি দিয়েছেন সুনেরাহ বিনতে কামাল ও শরিফুল রাজ। এর মধ্যে সুনেরাহর অভিযোগের নিশানা পরীর […]
  • কুমার বিশ্বজিৎ ও চঞ্চল চৌধুরী: জন্ম, কর্ম আর বেদনায় অন্তমিল! May 31, 2023
    একজন গানের আকাশে ধ্রুবতারা, অন্যজন অভিনয়ে এ প্রজন্মের সম্রাট। আবার দুজনকেই গানের ফ্রেমে বন্দী করা যায়। কারণ অভিনেতার গলায়ও ছোটবেলা থেকে বাসা বেঁধে আছে সুর। আবার দুজনেই পৃথিবীর আলো দেখেছেন একই তারিখে- ১ জুন।  বলা হচ্ছে, সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ ও অভিনেতা চঞ্চল চৌধুরীর কথা। আজ বৃহস্পতিবার (১ জুন) তাদের জন্মদিন। ১৯৬৩ সালের এই দিনে চট্টগ্রামের […]
  • বিএনপি নেতা খায়রুল কবিরের বাসভবনে আগুন, পদবঞ্চিত নেতার দায় স্বীকার May 31, 2023
    নরসিংদীতে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বাসভবন ও জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। তবে ঘটনার সময় খায়রুল কবিরের বাসভবনে কেউ ছিল না।  বুধবার (৩১ মে) বিকাল সোয়া ৫টার দিকে সদর উপজেলার চিনিশপুরে ওই নেতার বাসভবনে আগুন দেওয়া হয়। এদিকে, […]
মাত্র পাওয়া: