০১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

  • Update Time : ০৪:৩৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
  • ৪৭ Time View

কার্পাসডাঙ্গা অফিসঃ চুয়াডাঙ্গা জেলাবাসীকে মাদকমুক্ত সমাজ উপহার দেওয়ার লক্ষ্যে ও অত্র জেলার যুব সমাজকে মাদকের ভয়াবহ করাল গ্রাস হতে ফিরিয়ে আনতে চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম এঁর নির্দেশনায় প্রতিনিয়ত প্রত্যেকটি থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে।

তাঁরই ধারাবাহিকতায় এবং পুলিশ সুপার মহোদয়ের প্রত্যক্ষ দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ কামরুজ্জামান খান এর নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ সোহেল রানা, এসআই (নিঃ)/ মুহিত হাসান, এএসআই(নিঃ)/ আনিচুর রহমান, এএসআই (নিঃ)/ মোঃ রজিবুল হক এবং কনস্টেবল/ সাকিব আহম্মেদ সহ জীবননগর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে জীবননগর থানাধীন নতুন তেঁতুলিয়া গামী পাকা রাস্তার উপর থেকে মাদকদ্রব্য গাঁজা বিক্রয়কালে আসামী মোঃ মুন্নাফ হোসেন (৪৫) কে হাতেনাতে গ্রেফতার পূর্বক আসামীর হেফাজতে থাকা ঘিয়ে রংয়ের স্কচটেপ দিয়ে মোড়ানো ০২টি গাঁজার বান্ডিল উদ্ধার করা হয়। যার ওজন ০২কেজি। উদ্ধারকৃত গাঁজার (মাদকদ্রব্য) মূল্য অনুমান ৬০,০০০/- টাকা। জীবননগর থানায় গ্রেফতারকৃত আসামী মুন্নাফ এর বিরুদ্ধে এসআই মুহিত হাসান বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় নিয়মিত মামলা দায়ের করেন।

চুয়াডাঙ্গা জেলা ভারত সীমান্তবর্তী জেলা হওয়ায় এই জেলায় মরণনেশা হিরোইন, গাঁজা, মদ, ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদক সহজলভ্য। উঠতি বয়সীসহ পেশাজীবিরা মাদকে আসক্ত হয়ে নিশ্চিত পতনের পথে পা বাড়াচ্ছে। পুলিশ সুপার মহোদয় মাদকের ভয়াবহতা রোধে সকলের সহযোগীতা কামনা করেন। পুলিশ সুপার এর মহৎ উদ্যোগ ও ঐকান্তিক প্রচেষ্টায় মাদকমুক্ত চুয়াডাঙ্গা জেলা গড়ে উঠবে বলে সুধীজনেরা আশাবাদ ব্যক্ত করেন।

তথ্য দিন, আপনার পরিচয় গোপন রাখা হবে।
প্রয়োজনে-০১৩২০১৪৮১০০
পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।

Tag :
জনপ্রিয়

পান বরজে আগুন, পুড়ে শেষ হলো কৃষকের স্বপ্ন

Update Time : ০৪:৩৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১

কার্পাসডাঙ্গা অফিসঃ চুয়াডাঙ্গা জেলাবাসীকে মাদকমুক্ত সমাজ উপহার দেওয়ার লক্ষ্যে ও অত্র জেলার যুব সমাজকে মাদকের ভয়াবহ করাল গ্রাস হতে ফিরিয়ে আনতে চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম এঁর নির্দেশনায় প্রতিনিয়ত প্রত্যেকটি থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে।

তাঁরই ধারাবাহিকতায় এবং পুলিশ সুপার মহোদয়ের প্রত্যক্ষ দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ কামরুজ্জামান খান এর নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ সোহেল রানা, এসআই (নিঃ)/ মুহিত হাসান, এএসআই(নিঃ)/ আনিচুর রহমান, এএসআই (নিঃ)/ মোঃ রজিবুল হক এবং কনস্টেবল/ সাকিব আহম্মেদ সহ জীবননগর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে জীবননগর থানাধীন নতুন তেঁতুলিয়া গামী পাকা রাস্তার উপর থেকে মাদকদ্রব্য গাঁজা বিক্রয়কালে আসামী মোঃ মুন্নাফ হোসেন (৪৫) কে হাতেনাতে গ্রেফতার পূর্বক আসামীর হেফাজতে থাকা ঘিয়ে রংয়ের স্কচটেপ দিয়ে মোড়ানো ০২টি গাঁজার বান্ডিল উদ্ধার করা হয়। যার ওজন ০২কেজি। উদ্ধারকৃত গাঁজার (মাদকদ্রব্য) মূল্য অনুমান ৬০,০০০/- টাকা। জীবননগর থানায় গ্রেফতারকৃত আসামী মুন্নাফ এর বিরুদ্ধে এসআই মুহিত হাসান বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় নিয়মিত মামলা দায়ের করেন।

চুয়াডাঙ্গা জেলা ভারত সীমান্তবর্তী জেলা হওয়ায় এই জেলায় মরণনেশা হিরোইন, গাঁজা, মদ, ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদক সহজলভ্য। উঠতি বয়সীসহ পেশাজীবিরা মাদকে আসক্ত হয়ে নিশ্চিত পতনের পথে পা বাড়াচ্ছে। পুলিশ সুপার মহোদয় মাদকের ভয়াবহতা রোধে সকলের সহযোগীতা কামনা করেন। পুলিশ সুপার এর মহৎ উদ্যোগ ও ঐকান্তিক প্রচেষ্টায় মাদকমুক্ত চুয়াডাঙ্গা জেলা গড়ে উঠবে বলে সুধীজনেরা আশাবাদ ব্যক্ত করেন।

তথ্য দিন, আপনার পরিচয় গোপন রাখা হবে।
প্রয়োজনে-০১৩২০১৪৮১০০
পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।