এখন পর্যন্ত এ খবরটি সর্বমোট দেখা হয়েছে 18
শিমুল রেজা : আজ বৃহস্পতিবার ১ এপ্রিল বেলা ১২ টার সময় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান এর সভাপতিত্বে অফিস কক্ষে কোভিড-১৯ আক্রান্ত ও মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় দামুড়হুদা উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, এছাড়া আরো উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ভূমি সুদীপ্ত কুমার সিংহ, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন সহ উপজেলা কর্মকর্তা গন ও গন্য মান্য ব্যাক্তি বর্গ।
উক্ত অনুষ্ঠানে কোভিড-১৯ করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিরোধ মূলক বক্তব্য তুলে ধরেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু।
মতামত জানান