এখন পর্যন্ত এ খবরটি সর্বমোট দেখা হয়েছে 843 

অনলাইন ডেস্ক :চলাফেরার সুযোগ না দিয়ে কুকুরকে একটানা ২৪ ঘণ্টা বেঁধে বা আটকে রাখলে তা নিষ্ঠুরতা হিসেবে গণ্য হবে। এই অপরাধের জন্য ছয় মাসের জেলের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

গতকাল রবিবার মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু ‘প্রাণিকল্যাণ বিল- ২০১৯’ সংসদে পাসের প্রস্তাব করেন। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়। মালিকবিহীন কোনো প্রাণি হত্যা করলে ছয় মাসের জেল অথবা ১০ হাজার টাকা জরিমানারও বিধান রাখা হয়েছে এ বিলে।

১৯২০ সালের পশুর প্রতি নিষ্ঠুরতা নিরোধ আইন বাতিল করে নতুন আইন করতে বিলটি পাস করা হয়েছে। নতুন আইনে যুক্তিযুক্ত প্রয়োজনে ভেটিরিয়ান সার্জনের লিখিত পরামর্শ ও পদ্ধতি অনুসরণ করে কোনো প্রাণীর অজ্ঞান ও ব্যথাহীন মৃত্যু ঘটানো হলে তা অপরাধ হিসেবে গণ্য হবে না


মতামত জানান

Your email address will not be published.

RSS Bangla Tribune

  • র‌্যাবের হেফাজতে জেসমিনের মৃত্যু: নওগাঁয় মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি May 31, 2023
    র‌্যাব হেফাজতে সুলতানা জেসমিনের (৪০) মৃত্যুর পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে মন্ত্রিপরিষদ বিভাগের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি ঘটনাস্থল নওগাঁয় বিভিন্ন স্থান পরিদর্শন করেছে। তিন দিনের এই তদন্তের শেষ দিন বুধবার (৩১ মে) বেলা ১২টা পর্যন্ত তদন্ত দলের সদস্যরা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল, রাজপাড়া থানা, নওগাঁ সদর জেনারেল হাসপাতাল, সদর থানাসহ গুরুত্বপূর্ণ স্থানগুলো পুনরায় পরিদর্শন করেন। চলতি বছর... বিস্তারিত
  • খোঁচা দিলেন মেহজাবীন, নাকি সতর্কবার্তা! May 31, 2023
    ‘এক্সপোজ’ ইস্যুতে সোশ্যাল মিডিয়া সরগরম। ছোঁয়াচে অসুখের মতো এর আঁচ লেগেছে শোবিজেও। অভিনেতা শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ২৯ মে মধ্যরাতে ফাঁস হয়েছে বেশ কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও। যেগুলোতে তার সঙ্গে দেখা গেছে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষিকে। ভিডিওগুলোতে তাদেরকে ‘অস্বাভাবিক’ অবস্থায় দেখা গেছে। এ নিয়ে গত দুদিন ধরে […]
  • আমেরিকা থেকে তিশা: দেশে এসেই আইনি ব্যবস্থা নেবো May 31, 2023
    প্রসঙ্গ- অভিনেতা শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ব্যক্তিগত মুহূর্তের কয়েকটি ছবি ও ভিডিও ফাঁস। সেসব ছবি-ভিডিওতে দেখা গেছে সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষি। তবে বাড়তি করে এ ঘটনায় জড়িয়েছে আরেকজনের নাম, তিনি পরীমণি; রাজের স্ত্রী। অনাকাঙ্ক্ষিত ঘটনাটি নিয়ে বিবৃতি দিয়েছেন সুনেরাহ বিনতে কামাল ও শরিফুল রাজ। এর মধ্যে সুনেরাহর অভিযোগের নিশানা পরীর […]
  • কুমার বিশ্বজিৎ ও চঞ্চল চৌধুরী: জন্ম, কর্ম আর বেদনায় অন্তমিল! May 31, 2023
    একজন গানের আকাশে ধ্রুবতারা, অন্যজন অভিনয়ে এ প্রজন্মের সম্রাট। আবার দুজনকেই গানের ফ্রেমে বন্দী করা যায়। কারণ অভিনেতার গলায়ও ছোটবেলা থেকে বাসা বেঁধে আছে সুর। আবার দুজনেই পৃথিবীর আলো দেখেছেন একই তারিখে- ১ জুন।  বলা হচ্ছে, সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ ও অভিনেতা চঞ্চল চৌধুরীর কথা। আজ বৃহস্পতিবার (১ জুন) তাদের জন্মদিন। ১৯৬৩ সালের এই দিনে চট্টগ্রামের […]
  • বিএনপি নেতা খায়রুল কবিরের বাসভবনে আগুন, পদবঞ্চিত নেতার দায় স্বীকার May 31, 2023
    নরসিংদীতে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বাসভবন ও জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। তবে ঘটনার সময় খায়রুল কবিরের বাসভবনে কেউ ছিল না।  বুধবার (৩১ মে) বিকাল সোয়া ৫টার দিকে সদর উপজেলার চিনিশপুরে ওই নেতার বাসভবনে আগুন দেওয়া হয়। এদিকে, […]
মাত্র পাওয়া: